¡Sorpréndeme!

Bhangar News: উত্তপ্ত ভাঙড় । পুলিশের প্রিজন ভ্যানের ট্যাঙ্ক ফুটো করে আগুন লাগানোর চেষ্টা | ABP Ananda LIVE

2025-04-14 0 Dailymotion

ABP Ananda LIVE: ভাঙড়ের শোনপুরে পুলিশের ৫টি বাইকে আগুন । কলকাতা পুলিশের গাড়ি ভাঙচুর, রাস্তার উপর জ্বলছে পুলিশের ৫টি বাইক । কলকাতা পুলিশের গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে দুষ্কৃতীরারাস্তায় উল্টে পড়ে আছে পুলিশের প্রিজন ভ্যান  । উত্তর কাশীপুর থানার অন্তর্গত ভাঙড়ে শোনপুরে গাড়ি-বাইকে আগুন । ওয়াকফ আইনের প্রতিবাদে সকাল থেকেই উত্তপ্ত ভাঙড় ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে বিক্ষোভকারীদের বাধা, ব্যাপক লাঠিচার্জ । ভাঙড়ের বালিগাদায় রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ । এত পুলিশ থাকা সত্বেও কীভাবে পুলিশের বাইকে আগুন, গাড়িতে ভাঙচুর ? উঠছে প্রশ্ন । ভাঙড় এখন কলকাতা পুলিশের অধীনে, তাও কীভাবে নজর এড়িয়ে হামলা দুষ্কৃতীদের ? প্রশ্ন বিভিন্ন মহলে । কলকাতা পুলিশের উপরেও হামলা! প্রিজন ভ্যানের ট্যাঙ্ক ফুটো করে আগুন লাগানোর চেষ্টা।